ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২১:৪২, ৩ জুলাই ২০২০

টুকরো খবর

বাল্যবিয়ে থেকে রক্ষা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সরকারের টোল ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেয়ায় নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা ঘোন পাড়া গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে দেয়া হচ্ছিল। বর পক্ষ এসেছে। খাওয়া দাওয়া চলছে। এমন সময় ৯৯৯ এ ফোন কল পেয়ে সেখানে পুলিশসহ উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় বর পক্ষ বিয়ের আসরে আসার পথে ঘটনা বেগতিক দেখে পালিয়ে যায়। কনের বাড়ির আটক করা হয় বাবা ও মাসহ অভিভাবকদের। কনের বাবা সিরাজুল ইসলাম ও মা বিলকিস বেগম তাদের স্কুলপড়ুয়া মেয়ে কুমকুমের বাল্যবিয়ের বিষয়টি ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। নকল প্রসাধন তৈরির সরঞ্জাম জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার একটি গ্রামে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক তৈরির কারখানা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বুধবার রাতে উপজেলার সদর পৌরসভার রামজীবনপুর এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কোটি টাকার উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় নকল কসমেটিক্স তৈরি কারখানা মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, কারখানার মালিক মোশাররফ হোসেনের ছেলে মাসুদ রানা, তার ভাই শফিকুল ইসলাম, মাসুদ রানার স্ত্রী দিলরুবা একই উপজেলার আব্দুল লতিফের স্ত্রী সাবেরা ও জাহিদ। ওই গ্রামে গোপনে নকল কসমেটিক্স তৈরির কারখানা গড়ে তুলেছিলেন মাসুদ রানা। বুধবার রাত নয়টার দিকে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সাভারে নদীতে ডুবে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ জুন ॥ ধামরাইয়ে নদীতে ডুবে বাদল চন্দ্র মনিদাস (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার গাজীখালী নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা। বাদল একই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের মৃত নিমাই চন্দ্র মনিদাসের ছেলে। জানা গেছে, বুধাবর বিকেলে গরুর জন্য কাটা ঘাসের বোঝা নিয়ে সাঁতরে গাজীখালী নদী পার হচ্ছিলেন বাদল। এ সময় নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ¯্রর্্েরাত ও আলো স্বল্পতার কারণে বুধবার রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। পরেরদিন সকালে অভিযান শুরু করলে ৩০ ফুট গভীরে থেকে বাদলের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। কলাপাড়ায় শিশু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু ইমরানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলাপাড়ার মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুকুরে পড়ে যাওয়া একটি বল তুলতে গিয়ে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, সকালে বাড়ির সবাই গৃহস্থালি কাজে ব্যস্ত তখন বাড়ির উঠানে খেলছিল ইমরান। কিছুক্ষণ পর তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গেলে খেলার বলটি পুকুরে ভাসতে দেখতে পায়। তাৎক্ষণিক পুকুরে নেমে ইমরানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×