ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈধ পথে সোনা আমদানির প্রথম চালানে এলো ১১ কেজি

প্রকাশিত: ০০:২৩, ২ জুলাই ২০২০

বৈধ পথে সোনা আমদানির প্রথম চালানে এলো ১১ কেজি

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি শুরু হয়েছে। ১১ কেজির প্রথম চালান নিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। আমদানির অনুমতি পেয়ে এই সোনা আনার পর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা এখন সোনার গহনা রফতানির আশা দেখাচ্ছেন। খবর বিডিনিউজের। ২০১৮ সালের আগে বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ছিল না। ওই বছর সরকার দেশের জুয়েলারি শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। তাতে সোনা আমদানির সুযোগ দেয়া হলেও ভ্যাট বেশি হওয়ার কারণে কেউ আমদানি করতে আগ্রহ দেখায়নি বলে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। তবে এবারের বাজেটে ভ্যাট কমানোয় অনেকেই আমদানির উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। আগরওয়ালা বুধবার বলেন, বাজেটে অর্থমন্ত্রী সোনা আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে দুবাই থেকে ১১ কেজি সোনা আমদানির এলসি খোলা হয়েছিল। সেই সোনা মঙ্গলবার রাতে দেশে এসেছে। এটাই ৪৯ বছরের ইতিহাসে বাংলাদেশে বৈধপথে প্রথম সোনা আমদানি। এর মধ্য দিয়ে দেশের জুয়েলারি শিল্পের ইতিহাসে একটি সোনালি অধ্যায়ের সূচনা হলো। এতদিন যে গোল্ড আসত, তা অবৈধ পথে আসত। ভারতের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম ॥ এনডিটিভি ও বিবিসির খবরে বলা হয়, ভারতের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছে বুধবার। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বেশিরভাগ দেশে মূল্যবান এ ধাতুটিকে এখন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করার প্রবণতা তৈরি হওয়ায় স্বর্ণের দামের এই উর্ধগতি। বুধবার দেশটির বাজারে প্রতি দশ গ্রাম স্বর্ণ এযাবৎকালের সর্বোচ্চ ৪৮ হাজার ৮৭১ রুপীতে বিক্রি হয়েছে। এর মাধ্যমে ২০২০ সালে এখন পর্যন্ত স্বর্ণের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৯ সালেও দেশটিতে প্রায় ২৫ শতাংশ দাম বেড়েছিল। এতে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রেতা দেশ ভারতে মূল্যবান এই ধাতুটির খুচরা বাজারে চাহিদা অর্থাৎ বিক্রি কমেছে। স্বর্ণসহ মূল্যবান ধাতু পাইকারি আমদানির সঙ্গে যুক্ত মুম্বাইভিত্তিক এক ব্যাংক ডিলার বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বলেন, ‘এখন খুচরা বাজারে (স্বর্ণের) চাহিদা খুবই সামান্য।
×