ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ডুবোচরে আটকা ফেরি ॥ ঘাটে যানজট

প্রকাশিত: ২১:৫৩, ২ জুলাই ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ডুবোচরে আটকা ফেরি ॥ ঘাটে যানজট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ জুলাই ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ডুবোচরে ২২ ঘণ্টা ধরে আটকে আছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। দুর্নিবারসহ কয়েকটি আইটি জাহাজ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির প্রভাবে তীব্র স্রোতের তোড়ে উজান থেকে বয়ে আসা পলিতে সৃষ্ট ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে যায়। এতে প্রায় ২২ ঘণ্টা কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বড় বড় সব ফেরি চলাচল বন্ধ রয়েছে। আইটি জাহাজ আটকে পড়া ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নিয়ে যায়। ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র দুর্নিবারসহ কয়েকটি আইটি জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকরা। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নৌপথের বিকল্প চ্যানেলে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকা পড়লে নৌপথের বড় বড় সব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকে ডুবোচরে আটকে যাওয়া ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ। তবে নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে নৌপথের যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। বুধবার সন্ধ্যা ছয়টায় বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ‘এখনও ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য দুটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখন উদ্ধার হতে পারে তা বলা যাচ্ছে না।’
×