ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে ৩৮ পরিবার পেল নতুন ঘর

প্রকাশিত: ২০:৪৯, ১ জুলাই ২০২০

কিশোরীগঞ্জে ৩৮ পরিবার পেল নতুন ঘর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৮টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাকা ঘর। দারিদ্র্য সীমার নিচে বাস করা এসব পরিবার প্রধানমন্ত্রীর দেয়া নতুন পাকা ঘর পেয়ে এখন তারা আনন্দে আত্মহারা। তাদের চোখে মুখে বইছে হাসির ঝিলিক। মঙ্গলবার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি মাস্টারপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সরকারী ১২ শতক খাস জমিতে জান্নাতী বেগম নামে এক অসহায় নারীর জন্য ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। জান্নাতী বেগম বলেন, আমরা খুবই গরিব। আমি আমার স্বামীসহ তিন সন্তানকে নিয়ে ভাঙ্গা ঘরে অনেক কষ্ট করে বসবাস করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারীভাবে ঘর প্রদান করছেন এ খবর পেয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে দেখা করে একটি ঘরের জন্য আবেদন করলে তিনি নিজে আমার বাড়িতে এসে আমার করুণ দশা দেখে আমাকে ঘর নির্মাণ করে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু হাসনাত সরকার বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮ উপকারভোগীর ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। প্রতি উপকারভোগীর জন্য দুইটি করে রুম (থাকার ঘর) একটি রান্নাঘর ও একটি করে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়।
×