ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার হাসপাতালে ৪৮ নার্স করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৪:১৮, ২৬ জুন ২০২০

কক্সবাজার হাসপাতালে ৪৮ নার্স করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদর হাসপাতালে করোনায় ৪৮জন নার্স আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে দুজন এনজিওর অর্থায়নে সদর হাসপাতালে কাজ করেন একজন মিডওয়াইফ ও অপরজন নার্স। বাকীরা সবাই সরাসরি সরকারীভাবে সদর হাসপাতালে কাজ করেন। দেশের অন্য হাসপাতালের মত কক্সবাজার সদর হাসপাতালেও করোনা আইসোলেশন সেন্টার, ফ্লু কর্নার এবং ট্রিয়াজ কর্নারে সন্দেহভাজন ও পজিটিভ করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে নার্সরা। সম্প্রতি চালু করেছে ১৮শয্যার আইসিইউ এবং এইচডিইউ। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এটি চালু করা হয়। বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠী সহ কক্সবাজারবাসীর একমাত্র ভরসা এ হাসপাতালে। রীতিমতো কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে নার্সরা। উল্লেখ্য আক্রান্ত হওয়া ৪৮ জন নার্সের মধ্যে সুস্থ হয়ে ফের কাজে যোগদান করেছে ৩৪ জন নার্স। বাকী ১৪ জন এখনও চিকিৎসারত।
×