ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ প্রতিমন্ত্রী স্বপনের

প্রকাশিত: ২২:৫৬, ২৬ জুন ২০২০

উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ প্রতিমন্ত্রী স্বপনের

স্টাফ রিপোর্টার ॥ চলমান করোনা পরিস্থিতির জাতীয় সঙ্কটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। একইসঙ্গে উন্নয়ন কার্যক্রমের গতি ও ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অব্যাহত রেখে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকাল ১১টায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মলেন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সভায় সভাপতির বক্তব্যে এলজিআরডি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতেই এর বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশও এ বিপর্যয়ের বাইরে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, আমি আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। তাই পরিস্থিতি থেকে উত্তরণে যাদের যেখানে যে অবস্থায় যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ আছে সেখানে তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
×