ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০১:১৮, ২৪ জুন ২০২০

হাতিয়ায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৩ জুন \ হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয়। এ সময় অগ্নিদগ্ধসহ আরও অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। মৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মহিবুল হাসান নিপু (৪০), হাতিয়ার বয়ারচরের রহমত (২৬) ও একই এলাকার খালেদ (৪৫)। প্রত্যক্ষদর্শী ও মৃত্যু থেকে বেঁচে যাওয়া শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন ছিলেন নিপুর তেল দোকানে। দোকানের মালিক নিপুসহ তিনজন পিছনে হিসাব করছিলেন। সামনে ছিল দুইজন। হঠাৎ ৯টার দিকে দোকানের সামনে থেকে বিকট শব্দ করে আগুন পেছনের দিকে যায়। এ সময় তিনি আগুনসহ লাফ দিয়ে বের হতে সক্ষম হন। অন্যদের অবস্থা তিনি জানেন না। পরে জানতে পারেন দোকানের মালিক নিপু এবং কর্মচারী রহমতের মরদেহ বের করা হয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় রাতে খালেদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম জানান, অগ্নিকাÐে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত আরও তিনজন। এর মধ্যে খালেদ নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
×