ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমামকে চাকরিচ্যুত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস

প্রকাশিত: ০০:১১, ২৩ জুন ২০২০

ইমামকে চাকরিচ্যুত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার ॥ করোনায় মৃত ব্যক্তির দাফন করায় ফেনীর সোনাগাজী পৌরসভার ‘বক্স আলী ভূঁইয়া জামে মসজিদের’ ইমাম মাওলানা মোঃ নূর উল্লাহকে চাকরিচ্যুতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির জনস্বার্থে এ নোটিস পাঠান। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান, মসজিদ কমিটি সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কমিশনারকে এ নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, ‘পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী, ফেনীর সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্স আলী ভূঁইয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নূর উল্লাহকে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন কাজে সহায়তা করায় চাকরিচ্যুত করা হয়েছে।
×