ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফিক্সিং ইস্যুতে লঙ্কান ক্রিকেটে তোলপাড়

প্রকাশিত: ২২:৩১, ২১ জুন ২০২০

ফিক্সিং ইস্যুতে লঙ্কান ক্রিকেটে তোলপাড়

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা মোড়ল দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা- ২০১৭ সালে এমন অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন দেশটির একমাত্র বিশ্বজয়ী (১৯৯৬) অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। লঙ্কান গ্রেট জোর গলায় বলেছিলেন, সময় হলে সবকিছু সামনে তুলে আনবেন। এবার খোদ সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে একই অভিযোগ করলেন। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অর্থাৎ ২০১১ বিশ্বকাপের সময় দায়িত্বে ছিলেন তিনি। তবে তার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সে সময়ের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও আরেক কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। দু’জনই সাবেক মন্ত্রীর কাছে ‘প্রমাণ’ চেয়েছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও মনে করছেন তারা। এই অবস্থায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমান ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপ্পেরমা ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে ওঠা অভিযোগের তদন্তে নামার নির্দেশ দিয়েছেন এবং এর অগ্রগতি নিয়ে প্রতি দুই সপ্তাহ অন্তর প্রতিবেদন চেয়েছেন। আলাহাপ্পেরমার নির্দেশে ক্রীড়া সচিব কেএডিএস রয়ানচন্দ্র এরই মধ্যে মন্ত্রণালয়ের তদন্ত ইউনিটে অভিযোগ দায়ের করেছেন। সাবেক মন্ত্রী মাহিনান্দা কি বলেছেন? ‘আমি আপনাদের আজ বলছি, আমরা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। আমি নিজে সে সময় ক্রীড়ামন্ত্রী ছিলাম। সেই আমি বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’ বর্তমানে জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী অতুলগামাগের কাছে জানতে চাওয়া হয়, কেন নয় বছর পর এটি সামনে নিয়ে আসলেন? ‘সে সময় আমি আসলে ষড়যন্ত্রটা প্রকাশ করতে চাইনি।’ মন্ত্রী আরও যোগ করেন, ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে আমরাই জয়লাভ করতাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। খেলোয়াড়দের সঙ্গে আমার তখন যোগাযোগ ছিল না। তবে কিছু বিভাগ এতে জড়িত ছিল।’ ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। টসে জিতে আগে ব্যাট করে মাহেলার দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে ফাইনালের রেকর্ড ২৭৪/৬ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার শচীন এবং শেওয়াগকে হারায় ভারত। কিন্তু এরপর শ্রীলঙ্কানদের বাজে বোলিং এবং ফিল্ডিংয়ের সুবাদে ম্যাচ জিতে নেয় ভারত। সাবেক মন্ত্রীর অভিযোগের পর মাহেলার টুইট, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’ একই সুরে কথা বলেছেন লঙ্কানদের সেই ম্যাচের অধিনায়ক সাঙ্গাকারা। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাবেক মন্ত্রী মাহিন্দানান্দা নিজের ‘প্রমাণ’ নিয়ে আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে যাওয়া দরকার। যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতদিন অপেক্ষা করেছেন!’ উল্লেখ্য, সেই ফাইনালে ধারাভাষ্য দেয়া রানাতুঙ্গা ২০১৭ সালেই সন্দেহ প্রকাশ করে তদন্ত দাবি করেছিলেন। উল্টো ফেঁসে গেলেন নেইমার
×