ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে সিঙ্গেল লীগের ডিপিএল!

প্রকাশিত: ২২:৩৮, ১৬ জুন ২০২০

প্রয়োজনে সিঙ্গেল লীগের ডিপিএল!

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হওয়ার পর মাত্র এক রাউন্ড হতেই স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবধরনের ক্রিকেট কর্মকান্ড স্থগিত হয়ে আছে। আদৌ তা আর মাঠে গড়াবে কিনা যথেষ্ট সংশয় আছে। তবে স্বল্প পরিসরে দেশের অনেক কর্মকান্ডই এখন চলছে। তাই দেশের ক্রিকেটারদের একমাত্র রুটি-রুজির সংস্থান হওয়ার ক্ষেত্র ডিপিএল হওয়াটা খুব জরুরী বলে মনে করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সে জন্য অপেক্ষা আরও দীর্ঘায়িত হলেও সমস্যা নেই। ক্রিকেটারদের মুখপাত্র কোয়াব মনে করে ঘরোয়া যে কোন আসরের চেয়ে ডিপিএল হওয়া জরুরী এবং প্রয়োজনে সিঙ্গেল লীগ ভিত্তিতে স্বল্প সময়ে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পরিবর্তে এই জনপ্রিয় আসরটি হওয়া উচিত। রবিবার রাতে কোয়াবের সঙ্গে ক্রিকেটারদের অনলাইন ভিডিও কনফারেন্সে এসব কথা উঠে আসে।
×