ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পের পাথর খালাস সংক্রান্ত খবরের প্রতিবাদ

প্রকাশিত: ২২:৩২, ১৬ জুন ২০২০

পদ্মা সেতু প্রকল্পের পাথর খালাস সংক্রান্ত খবরের প্রতিবাদ

গত ১৩ জুন দৈনিক জনকণ্ঠের শেষ পাতায় ‘করোনা সংক্রমণ ঝুঁকি/ পদ্মা সেতু প্রকল্পের পাথর জোর করে খালাসের চেষ্টা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে মেসার্স ভাই ভাই ট্রেডার্স। উক্ত প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক সহিদ হাসান খান প্রেরিত প্রতিবাদলিপিতে বলা হয়, খবরে প্রকাশিত সোয়া ৩ লাখ টন পাথর জোর করে খালাসের চেষ্টার যে তথ্য উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, ১৬টি লাইটার জাহাজে উক্ত পরিমাণ পাথর বহন করা আদৌ সম্ভব নয়। দ্বিতীয়ত, উক্ত সংবাদে ভিয়েতনাম থেকে আমদানিকৃত পাথরের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু পদ্মা লিঙ্ক প্রকল্পে আমরা ভিয়েতনামের পাথর ব্যবহার করি না। আমাদের কাজে ব্যবহৃত হয় বুয়েট টেস্ট উত্তীর্ণ নির্ধারিত পিএসআই অনুযায়ী মানসম্পন্ন পাথর- যা সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে আমদানি করা। সুতরাং খবরে উল্লেখিত এই অভিযোগটিও সর্বৈব মিথ্যা ও বানোয়াট। তৃতীয়ত, বিশ্বব্যাপী করোনার এই মহাদুর্যোগকালে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখার নিমিত্তে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং স্বাস্থ্যবিধি মেনে আমদানিকৃত পাথর আনলোড করার ক্ষেত্রে আমরা সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে পন্টুন বার্জ স্থাপনসহ লং বুম এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি- যার ফলে করোনা ঝুঁকির কোন আশঙ্কা নেই। উপরন্তু, আইইডিসিআরের পরামর্শ অনুযায়ী আমাদের সহকর্মীদের সবার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সবশেষে প্রতিবাদলিপিতে প্রদত্ত ব্যাখ্যায় বলা হয়েছে, উপরোক্ত পাথর খালাসের ক্ষেত্রে এমবিইসি কর্তৃপক্ষের কোন ওজর আপত্তি নেই- বরং তারা আমাদের যে কোন ধরনের সহযোগিতা করতে আগ্রহী।
×