ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্লয়েড হত্যার বিরূপ আবহে নির্বাচনী প্রচারে নামছেন ট্রাম্প

প্রকাশিত: ০১:০৭, ১২ জুন ২০২০

ফ্লয়েড হত্যার বিরূপ আবহে নির্বাচনী প্রচারে নামছেন ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস এখনও হুমকি। কালোমানব জর্জ ফ্লয়েড হত্যা নিয়েও উত্তেজনা কাটেনি। এ আবহেই আগামী দু’সপ্তাহের মধ্যে নতুন করে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাস্প। গত ২ মার্চের পর থেকে আর কোন নির্বাচনী সমাবেশ করেননি ট্রাম্প। করোনাভাইরাসের কারণে তিনমাস প্রচার বন্ধ রাখার পর এবার ১৯ জুন আবার তিনি নির্বাচনী সমাবেশ শুরু করছেন বলে জানিয়েছে বিবিসি। আগামী ৩ নবেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগ দিয়ে এ প্রচার চালানোর জন্য ট্রাম্প উদগ্রীব, বলছেন তার সহযোগীরা। জরিপে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনের পেছনে পড়ে যাওয়া ট্রাম্প নিজের অবস্থানকে আবার চাঙ্গা করতে চাইছেন। বিবিসি জানায়, ট্রাম্প ওকলাহোমার তুলসা শহরকে নির্বাচনী সমাবেশের জন্য বেছে নিয়েছেন। যে শহরটি আমেরিকার ইতিহাসে বৃহত্তম বর্ণবাদী সহিংসতার স্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্লয়েড হত্যা নিয়ে উত্তেজনার আবহে তুলসায় সমাবেশের ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে ট্রাম্পের প্রচার শিবির বলছে, সমাবেশটি হবে ১৯ জুনে। যে দিনটি দাসত্ব মুক্তির দিন। এ দিনটিকে আফ্রিকান-আমেরিকানরা ‘জুনটিন্থ’ হিসেবে স্মরণ করে আসছে। গৃহযুদ্ধ জয় এবং দাসত্ব অবসানে ভূমিকার জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টি গর্ববোধ করে। ওদিকে, করোনাভাইরাসের হুমকির মধ্যেও ট্রাম্পের সমাবেশ শুরু করা নিয়ে তার প্রচার শিবিরের বক্তব্য হচ্ছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সম্প্রতি যে বিশাল বিশাল বিক্ষোভ-মিছিল হয়েছে, তাতে এখন ট্রাম্পের সমাবেশ নিয়ে সমালোচকরা আর তেমন উচ্চবাচ্য করতে পারবেন না।
×