ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির বাজেট প্রতিক্রিয়া

প্রকাশিত: ২২:২৯, ১২ জুন ২০২০

আজ বিএনপির বাজেট প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে মানুষের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ২০০০-২০২১ অর্থবছরের বাজেটের ওপর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। তিনি বলেন, এবারের বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে, তাতে দুর্নীতিকে চলমান রাখার চেষ্টা করা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ মেগা প্রজেক্টে নেয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। বাজেটে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আসার কোন প্রয়োজনই ছিল না। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা, সেগুলোকে বঞ্চিত করে অন্য প্রকল্পে টাকা বরাদ্দের মানে হলো দুর্নীতির ধারা অব্যাহত রাখা। জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরের জন্য প্রস্তবিত বাজেট দলের কিছু সিনিয়র নেতা ও বিএনপিপন্থী ক’জন বুদ্ধিজীবী খুটিনাটি পর্যবেক্ষণ করে দেখছেন। আজ শুক্রবার বিকেলে বিএনপি আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানাবে বলে বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারপার্সনের প্রেস উয়িং কর্মকর্তা সামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানিয়েছেন। দেশে ৯৬ শতাংশ মানুষ চিকিৎসা পাচ্ছে না-রিজভী ॥ দেশে এখন ৯৬ ভাগ মানুষ চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।
×