ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেমিটেন্সে দুই শতাংশ হারেই প্রণোদনা

প্রকাশিত: ২২:১৮, ১২ জুন ২০২০

রেমিটেন্সে দুই শতাংশ হারেই প্রণোদনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০২০-২১ অর্থবছরেও প্রবাসীরা ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। করোনাভাইরাস ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমার কারণে আগামী অর্থবছরে প্রবাস আয় প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক এবং প্রশিক্ষিত তরুণ ও বেকার যুবকদের গ্রামীণ এলাকায় ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা সম্প্রসারণ করার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রত্যেকের মাধ্যমে ৫০০ কোটি টাকা করে মোট ২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিগত অর্থবছরের বাজেটে প্রবাস আয় প্রেরণে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।
×