ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপেক্ষার অবসান, আজ মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা

প্রকাশিত: ২৩:৫১, ১১ জুন ২০২০

অপেক্ষার অবসান, আজ মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা

স্পোর্টস রিপোর্টার ॥ ধীরে ধীরে কেটে যাচ্ছে অন্ধকার; দেখা যাচ্ছে আলোর ঝলকানি। মরণঘাতী করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে যাওয়া খেলাধুলা মাঠে ফিরতে শুরু করেছে। গত ১৬ মে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সবার আগে মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। সেই পথ ধরে আরও প্রায় এক মাস পর এবার শুরু হচ্ছে জনপ্রিয় স্প্যানিশ লা লিগা। আজ রাতে প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য লীগের সবেচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় দুই দল বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ মাঠে নামছে না। বাংলাদেশ সময়ে দল দু’টি মাঠে নামবে যথাক্রমে আগামী শনিবার ও রবিবার রাতে। এর আগে আজ রাতে করোনাকালের পর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সেভিয়া ও রিয়াল বেটিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সরাসরি দেখা যাবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে। সঙ্গত কারণেই করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। আর থাকছে কড়া নিয়ম-কানুন। ক্লাব, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য একগাদা নির্দেশিকা দিয়েছে লীগ কর্তৃপক্ষ। টিম হোটেলে থাকা থেকে শুরু করে বাসে কিভাবে আসবেন। খেলার সময় বদলি খেলোয়াড়রা কি করবেন, গোল হলে কি করা যাবে, কি করা যাবে না। সবই স্পষ্ট করে নির্দেশ দেয়া হয়েছে। দর্শকশূন্য স্টেডিয়ামে শুধু খেলোয়াড়, কোচ, রেফারি, ম্যাচ কর্মকর্তা, সংবাদকর্মী, ফটোগ্রাফার, নিরাপত্তাকর্মীরা থাকতে পারবেন। শূন্য গ্যালারিতে বিভিন্ন জায়গায় থাকবেন সাংবাদিক ও টিভির ক্যামেরার দায়িত্বে থাকা ব্যক্তিরা। দুই মাসেরও বেশি সময় আগে স্থগিত হয়েছে লা লিগা। বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে ২৭ রাউন্ডের। তার মানে আরও ১১টি করে ম্যাচ বাকি আছে প্রতিদ্বন্দ্বিতাকারী ২০ দলের। বর্তমানে ২৭টি করে খেলা শেষে বার্সিলোনার পয়েন্ট সর্বোচ্চ ৫৮। দুইয়ে থাকা রিয়ালের ভা-ারে জমা ৫৬ পয়েন্ট। মাদ্রিদের দলটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নেয়ার লড়াইয়ে ভালভাবে আছে দলটি। এই রেসে আরও আছে পরের স্থানগুলোতে থাকা রিয়াল সোসিয়েদাদ (৪৬ পয়েন্ট), গেটাফে (৪৬ পয়েন্ট), এ্যাটলেটিকো মাদ্রিদ (৪৫ পয়েন্ট)। খুব একটা পিছিয়ে নেই পরের কয়েকটি দলও। যে কারণে ফেরার পর লড়াই দারুণ উপভোগ্য হবে এটা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। বাকি ১১ রাউন্ডের ম্যাচগুলো এক মাসের কিছুটা বেশি সময় শেষ করার পরিকল্পনা করছে লা লিগা কর্তৃপক্ষ। প্রায় দুই মাসের ঘরবন্দী জীবন শেষে গত মাসের শুরুর দিকে অনুশীলনে ফিরেছে ক্লাবগুলো। একক পর্যায়ের অনুশীলনে প্রস্তুতি শুরু করে চতুর্থ ধাপে এসে মাত্র গত সপ্তাহেই দলগত অনুশীলন করে খেলোয়াড়রা। এত কম সময়ে প্রস্তুতির পর এমন ঠাসা সূচীতে খেলোয়াড়দের চোটে পড়ার শঙ্কাও থাকছে। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলছে লক্ষ্য ছোঁয়ার জোর প্রস্তুতি। বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে এসব ভাবনা থেকেই। ফাঁকা গ্যালারি কিংবা নিয়মের বেড়াজাল যাই হোক না কেন। লীগের শিরোপা লড়াই দারুণ জমজমাট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। স্থগিত হওয়ার আগে রিয়াল ও বার্সা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিল। এখনও দল দু’টি মাঝে মাত্র দুই পয়েন্টের ফারাক। যে কারণে দু’টি দলই পরবর্তী সব ম্যাচগুলোকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে। বুন্দেসলিগা ও লা লিগার পাশাপাশি শুরু হওয়ার অপেক্ষায় আছে আরও দু’টি লীগ। ইতোমধ্যে অবশ্য লীগ শেষের ঘোষণা দিয়ে ফরাসী লীগ ওয়ানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। তবে বাকি দু’টি লীগ ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইতালিয়ান সিরি’এ মাঠে গড়াচ্ছে আগামী সপ্তাহে। এর মধ্যে ১৭ জুন প্রিমিয়ার লীগ ও ২০ জুন শুরু হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের সিরি’এ।
×