ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হয়নি

প্রকাশিত: ০০:০২, ১০ জুন ২০২০

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হয়নি

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু আইপিএল, টি২০ বিশ্বকাপই নয় করোনাভাইরাসের কারণে ঝুলে রয়েছে এশিয়া কাপের ভাগ্যও। সোমবারই এ বছরের এশিয়া কাপ নিয়ে সভায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভিডিও সভায় আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি এসিসি। এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরমেটে। সূচী অনুযায়ী সেটি সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও এবারের আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে দেশটির রাজনৈতিক বৈরিতায় ইভেন্টটি সেখানে আর হচ্ছে না। তাই গুঞ্জন ছিল ২০১৮ সালের মতো এবারও নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয়া হবে সংযুক্ত আরব আমিরাতকে। ভিডিও কনফারেন্সে নিরপেক্ষ ভেন্যুসহ টুর্নামেন্টটির ভাগ্য নিয়ে আলোচনা হয়েছে। তবে কোন ধরনের সিদ্ধান্ত নেয়নি এসিসি। এই মাসের শেষদিকে আরও একবার সভায় বসতে চেয়েছে। ভিডিও সভায় সভাপতিত্ব করেছেন বিসিবি সভাপতি ও এসিসির বর্তমান সভাপতি নাজমুল হাসান। যোগ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক জয় শাহ। সেপ্টেম্বরেই এশিয়া কাপ নিরপক্ষে ভেন্যু আরব আমিরাতেই আয়োজন করা যায় কিনা এ নিয়ে সদস্যরা আলোচনা করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এসিসি জানিয়েছে, ‘কোভিড-১৯-এর প্রভাব ও পরিস্থিতি বিবেচনায় এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে সেটি চূড়ান্ত করতে উপযুক্ত সময়ের কথা বলা হয়েছে।’
×