ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলনে যুক্তদের অনুদান কিংবদন্তি জর্ডানের

প্রকাশিত: ২২:২৬, ৭ জুন ২০২০

আন্দোলনে যুক্তদের অনুদান কিংবদন্তি জর্ডানের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতিগত সমতা আর সামাজিক বিচার নিশ্চিতের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকা) দান করবেন বলে জানিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে বর্ণ-বৈষ্যমের বিরুদ্ধে শুরু করা আন্দোলনের প্রেক্ষিতেই এই ঘোষণা দিলেন জর্ডান। এক বিবৃতিতে এনবিএ কিংবদন্তি জানান, তিনি এবং তার ব্র্যান্ড (জর্ডান) ১০ বছর ধরে এই অর্থ বিতরণ করবেন। তার এই অনুদান বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা কয়েকটি সংগঠনকে দেয়া হবে। গত ২৫ মে এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে আট মিনিটেরও বেশি সময় ধরে তার ঘাড়ে হাঁটু গেড়ে রাখে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। যার ফলে তার মৃত্যু হয়। এরপর নির্মম এই হত্যাকা-ের প্রতিবাদে নামেন যুক্তরাষ্ট্রের জনগণ। সেই সঙ্গে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নামেন খেলোয়াড়রাও।
×