ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে করোনাভাইরাস বিস্তার রোধে‘নো মাস্ক নো ট্রাভেলিং’ কর্মসূচি গ্রহণ

প্রকাশিত: ১৫:৪৪, ৫ জুন ২০২০

কুড়িগ্রামে করোনাভাইরাস বিস্তার রোধে‘নো মাস্ক নো ট্রাভেলিং’ কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সরকার মহাসড়কে সীমিত আকারে গণপরিবহন চালু করার নির্দেশনা দেয়ার পর মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সাথে করোনাভাইরাস বিস্তার রোধে ইতিবাচক আলোচনা করলেও মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দীর্ঘদিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে ফিটনেস বিহিন গাড়ি। সরকারীভাবে ভাড়া নির্ধারণ করা হলেও নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়াও করোনা বিস্তার রোধে অর্ধেক যাত্রী নেবার প্রতিশ্রুতিও ভাঙছে অনেক পরিবহন সংশ্লিষ্টরা। এমন পরিস্তিতিতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ যাত্রীদের কাছে ফিরিয়ে দিচ্ছেন বাড়তি ভাড়া। এমন কর্মকান্ডের মধ্যেও সচেতনামূলক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। তারই অংশ হিসেবে আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম দাদামোড়স্থ দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলোতে চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম ‘নো মাস্ক নো ট্রাভেলিং।’ এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দোলা, সদর ইউএনও ময়নুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপন, হুমায়ুন কবির সুর্য, মাহফুজার রহমান খন্দকার টিউটর প্রমুখ। এসময় জেলা প্রশাসক বিভিন্ন কাউন্টারে ‘নো মাস্ক নো ট্রাভেলিং, সম্বলিত পোস্টার, লিফলেট ও মাস্ক বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের সামাজিক দুরত্ব পালন, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারের নির্ধারিত বাসভাড়া বাস্তবায়নে দেকভালের কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
×