ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ বাঁচাতে কাজ করছে না সরকার ॥ রিজভী

প্রকাশিত: ২৩:২৫, ৪ জুন ২০২০

মানুষ বাঁচাতে কাজ করছে না সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারী থেকে সরকার মানুষ বাঁচাতে কোন কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপিকে এখন কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। তারপরও আমরা দেশের মানুষের দুঃসময়ে ঘরে বসে নেই। আমাদের সাধ্য অনুযায়ী অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু শুধু নিজেদের নেতাকর্মীর পকেট ভারি করাই সরকারের মূল লক্ষ্য। রিজভী বলেন, করোনার প্রকোপে সারাদেশে কর্মহীন মানুষের হাহাকার চলছে। আরেকদিকে সরকারের ত্রাণ লুটপাট চলছে। প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকা থেকেও আত্মসাত করা হয়েছে। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা জনগণের ত্রাণ আত্মসাত করছে। করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ অভিযোগ করে রিজভী বলেন, সরকারী হাসপাতালে ২০ থেকে ৩০ শতাংশের বেশি রোগীদের জায়গা দিতে পারছে না। ঢাকার বাইরে রোগীরা তো চিকিৎসাই পাচ্ছে না। এর মধ্যে যদি কেউ হৃদরোগসহ অন্য রোগে আক্রান্ত হয় তারা কোন হাসপাতালে সিটই পাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগে করোনা টেস্ট করুন। কিন্তু করোনা টেস্ট করতে ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। অনেক জায়গায় চার দিনও লেগে যায়। তাই অনেক রোগী এ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যাচ্ছেন।
×