ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় সি-ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬:৩৩, ৩ জুন ২০২০

ভোলায় সি-ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার ইলিশা থেকে লক্ষীপুরের মৌজু চৌধুরীর হাট রুটে বুধবারও স্বাস্থ্য বিধি না মেনে সকাল থেকে কয়েক হাজার যাত্রী লঞ্চে, সি-ট্রাকে এবং ট্রলারে পারাপার করেছে। এতে করে ভোলার এই নৌ-পথটিতে করোনা সংক্রামন ঝুঁকি চরম আকারে দেখা দিয়েছে। তবে যাত্রীরা বলছে, নৌযান সংকটের কারনেই তারা ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি নামানায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এক সি-ট্রাককে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকালে সি ট্রাক খিজির-৫ এ অতিরিক্ত যাত্রী পরিবানসহ স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: দিদারুল ইসলাম ১০ হাজার টাকা জরিমানা করেন। বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, তারা নৌযান সল্পতার কারণে এই রুটে লঞ্চের ট্রিপ বাড়িয়ে দিয়েছে।
×