ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় ফুটবল দুনিয়ায় প্রতিবাদের ঝড়

প্রকাশিত: ০০:৫৯, ৩ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় ফুটবল দুনিয়ায় প্রতিবাদের ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে হত্যা করা হয়েছে একজনকে। নিরস্ত্র আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। ফ্লয়েডকে হত্যাকারী পুলিশ সদস্যের নাম ডেরেক চাওভিন। এমন নারকীয় হত্যাযজ্ঞের পর নিন্দার ঝড় বয়ে চলেছে বিশ্বজুড়ে। ফুটবল দুনিয়াও এর বাইরে নয়। এই হত্যার প্রতিবাদ জানিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফুটবলার জাডোন সানচোসহ আরও অনেকে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ তথা ‘কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ হ্যাশট্যাগে প্রতিবাদের ঢেউ উঠেছে বিশ্বজুড়ে। এতে সমর্থন প্রকাশ করেছে অনেক ফুটবল ক্লাব ও ক্রীড়াব্যক্তিত্বরা। এই হত্যার প্রতিবাদের জন্য অভিনব এক পথই বেছে নিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। সামাজিক দূরত্ব বজায় রেখে করা অনুশীলনের মধ্যেই ফ্লয়েড হত্যার প্রতিবাদ করেছেন মোহাম্মদ সালাহ-সাডিও মানে-রবার্টো ফিরমিনোরা। মাঠের মাঝখানে যে বৃত্তটি থাকে, সেখানে গোল হয়ে হাঁটু গেড়ে বসেন অনুশীলনে থাকা ২৯ সদস্যের সবাই। হাঁটু গেড়ে বসার মাধ্যমে মূলত চাওভিনের হাঁটুতে পিষে মেরে ফেলার প্রতিবাদই জানিয়েছে দ্য রেডসরা। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছে বর্ণবাদী আচরণ ধুয়ে-মুছে সবাইকে একসঙ্গে থাকার। নিজেদের এই প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ক্লাব লিভারপুল। গত রবিবার জার্মান বুন্দেসলীগায় নিজের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেন জাডোন সানচো। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্যাডারবোর্নের বিরুদ্ধে হ্যাটট্রিকটি করেন তিনি। এরপর উঠতি এই তারকা কথা বলেন যুক্তরাষ্ট্রের হত্যাকা- নিয়ে। কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবির আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে সানচো নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে লিখেছেন, ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। তবে একই সঙ্গে ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করছি। কারণ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ন হচ্ছে আমাদের সবাইকে বিশ্বব্যাপী বর্ণবাদী পরিস্থিতির পরিবর্তনে সম্পৃক্ত হতে হবে। এমন জঘন্য অবস্থা কিছুতেই মেনে নেয়া যায় না। বরুসিয়ার হয়ে ম্যাচে আরেক গোলদাতা মরোক্কোর ফুটবলার আশরাফ হাকিমি নিজের জার্সি উচিয়ে ধরে সানচোর প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করেন।
×