ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেল রত্ন মনোনয়ন পেয়ে কৃতজ্ঞ রোহিত শর্মা

প্রকাশিত: ০০:০১, ২ জুন ২০২০

খেল রত্ন মনোনয়ন পেয়ে কৃতজ্ঞ রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সম্মাননা রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ায় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিত শর্মা। ‘রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে দারুণ লাগছে। এটা ভারতের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পুরস্কার। আমি খুব সম্মানিত বোধ করছি। বিসিসিআইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার দলের সদস্য, স্টাফ, ভক্তদের প্রতিও কৃতজ্ঞ।’ এক ভিডিও বার্তায় বলেন তুখোড় এই ওপেনার। ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন রঙ্গিন পোশাকের ক্রিকেটে ভারতীয় সহ-অধিনায়ক রোহিত। রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। ২০১৯ সালে মোট ২৮টি ওয়ানডে ম্যাচ খেলে করেন ৫৭.৩০ গড়ে ১৪৯০ রান। ওয়ানডে দলে ভাল পারফরম্যান্সের কারণে গত বছরই টেস্ট দলে থিতু হন রোহিত। ইনিংস উদ্বোধন করতে নেমে গত বছর ৫টি টেস্টে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন আগ্রাসী এই ব্যাটসম্যান। সেঞ্চুরি ছিল তিনটি। এ ছাড়া অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন পেসার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও নারী অলরাউন্ডার দিপ্তি শর্মা। ক্রিকেটারদের মধ্যে ইতিপূর্বে এই পুরস্কার পেয়েছেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। রোহিতকে খেল রত্নের জন্য মনোনিত করে তার প্রশংসা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
×