ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপসচিব পরিচয়ে প্রতারণা ॥ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৯, ২ জুন ২০২০

উপসচিব পরিচয়ে প্রতারণা ॥ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ উপসচিব পরিচয়ে প্রতারণাকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তিনি নিজেকে ২৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বলে পরিচয় দিতেন। সচিবালয়ে বসত বলেও প্রচার চালাতেন। বিয়ের প্রলোভনে ফেলে পাঁচ পরিবারের কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ররিবার রাতে সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াড রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। সিআইডির মিডিয়া বিভাগ জানায়, মোঃ গোলাম মোস্তফা (৩৮) নামের এই প্রতারক কখনও ম্যাজিস্ট্রেট, আবার কখনও নিজেকে উপসচিব বলে পরিচয় দিতো। তার প্রধান টার্গেট ছিল বিত্তবান পরিবারের অবিবাহিত মেয়েরা। এমন পরিবারকে বিয়ের প্রলোভনে ফেলে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া বদলি বাণিজ্য, চাকরির প্রলোভন দেয়াসহ নানা ধরনের প্রতারণা করে আসছিল।
×