ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে করোনা সংক্রমণ রোধে ‘কুইক রেসপন্স’ টিম গঠনের উদ্যোগ

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ মে ২০২০

কক্সবাজারে করোনা সংক্রমণ রোধে ‘কুইক রেসপন্স’ টিম গঠনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সম্পূরক পরিসংখ্যানে জেলায় কক্সবাজার সদর করোনা সর্বোচ্চ আক্রান্ত। কিন্তু আক্রান্তের এই সংখ্যা শুধু শহরেই প্রায় সীমাবদ্ধ। পৌরসভার পাশের ঝিলংজার বাংলাবাজার ছাড়া সদরের অন্য এলাকাগুলোতে তেমন করোনা সংক্রমন হয়নি। তাই পৌর এলাকায় সংক্রমণ রোধে এবার ‘কুইক রেসপন্স’ টিম গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। শনিবার সংশ্লিষ্টদের নিয়ে এ সংক্রান্ত একটি অনলাইন মিটিং করেছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। তথ্য মতে, কক্সবাজার পৌর এলাকায় করোনা ভাইরাস রোগীর সংখ্যা আশঙ্কাজনক বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ রোধে জেলা প্রশাসক পৌর এলাকার সংশ্লিষ্টদের নিয়ে মিটিংয়ে বসেন। মিটিংয়ে সবার সমন্বিত সিদ্ধান্ত মোতাবেক ওয়ার্ড কাউন্সিলর, সমাজ কমিটি, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বাহিনী, কমিউনিটি পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে তিনটি কুইক রেসপন্স টিম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটিগুলো করোনা আক্রান্তদের আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা, কন্টাক্ট ট্রেসিং, আক্রান্তদের খোঁজ খবর রাখা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ সার্বিক দায়িত্ব পালন করবে।
×