ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএসসিতে এ প্লাস পাইয়ে দেয়ার প্রলোভন, প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২২:০৪, ৩০ মে ২০২০

এসএসসিতে এ প্লাস পাইয়ে দেয়ার প্রলোভন, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন করে এ প্লাস পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া মনিরুজ্জামান নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকূপা থেকে তাকে সিআইডির সাইবার সিকিউরিটি বিভাগ গ্রেফতার করে। সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম জানান, মনিরুজ্জামান নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুতের সঙ্গে জড়িত বলে পরিচয় দিত। সে ফল পরিবর্তন করার ক্ষমতাও রাখে। এমন প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থীকে আকৃষ্ট করে। এরপর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। সে হাসান মাহমুদ নামে ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে প্রতারণার কাজটি করছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
×