ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার আটকে পড়া বাংলাদেশীদের মালয়েশিয়া থেকে আনবে বিমান

প্রকাশিত: ২১:১৫, ৩০ মে ২০২০

এবার আটকে পড়া বাংলাদেশীদের মালয়েশিয়া থেকে আনবে বিমান

স্টাফ রিপোর্টার ॥ এবার আটকে পড়া পর্যটক ও প্রবাসী বাংলাদেশীদের মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ৩ জুন ফ্লাইটটি পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৮৭ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে আগামী ৩ জুন বিশেষ ফ্লাইট পরিচালনা হওয়ার কথা থাকলেও আবহাওয়া, যাত্রীর সংখ্যা, উড়োজাহাজ প্রাপ্যতা এবং অন্য যেকোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল। মালয়েশিয়া থেকে ফিরতে ইচ্ছুকদের https:/www.baf.mil.bd/bafwt/tickets.php লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আসন সংখ্যা সীমিত থাকার কারণে আগের বুকিং নম্বরধারীকে টিকেট কেনার সময় অগ্রাধিকার দেয়া হবে। যাত্রীদের অবশ্যই মালয়েশিয়ার কোন হাসপাতাল থেকে কোভিড-১৯ নেই মর্মে সনদ নিতে হবে। করোনা তান্ডবে আকাশপথের আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ রয়েছে মালয়েশিয়ায়। তবে কোন বিদেশী নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।
×