ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০০:৪১, ২৯ মে ২০২০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ মে ॥ সখীপুর, গোপালপুর ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সখীপুরে সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পৌর এলাকার কাঁচাবাজারের পাশে একটি দেয়ালে লেগে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী অপর দুই বন্ধু আহত হয়েছে। হতাহত তিনজনই সখীপুর পাইলট মডেল গভ. স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। নিহত সাদ্দাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে। গোপালপুরে শ্রমিক নেতা এছহাক আলী (৪৫) সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। এছহাক গোপালপুর পৌরসভার পাকুয়া (নিচুনপুর) গ্রামের মৃত খোরশেদ আলীর সন্তান। নিহত এছহাক আলী মোটরসাইকেল নিয়ে গোপালপুর শহরের উদ্দেশে সমেশপুর এলাকায় পৌঁছাল। মির্জাপুরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুইজন নিহত ও ইজিবাইকের চালক ও যাত্রীসহ অন্তত তিনজন আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কে মির্জাপুর উপজেলার রুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জে দুই ভাই নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ পানিতে পড়ে সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) নামে দুই ভাই নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে । নিহত দুই ভাই যাত্রাবাড়ী থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধুরীর ছেলে। সুন্দরগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থেলথেলির বাজার এলাকায় শনিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় নিমি আকতার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিমি আকতার ওই ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামের মনজেল মিয়ার মেয়ে। পাবনায় যুবক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, পাবনা-সুজানগর সড়কের চরতারাপুর কৃষ্ণ তলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। বাগেরহাটে শিশু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের সেতারা-আব্বাস টেকনিক্যাল কলেজের সামনে মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে চাপা পড়ে সুমনা আক্তার নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শ্রীপুর উপজেলার দোরাননগরে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। জিল্লুর একই উপজেলার মহেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গজারিয়ায় তিন যুবক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখির মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত এবং অপর ১১ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ কাফি (৩৫), আলম বাদশা (২৫) ও মোঃ ইমরান (২২)। আহতরা হলেন আকাশ (১৮), আরিফ (২০), মাজেদুল (৪০), সাইফুল (৩০), সাইদুল (৪০), সাইদুর (৩০), আনোয়ারুল (৩০), বাবু (৩৪), শাহীন (২৬), রেজাউল (৩০), ওমর (৩৫)। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। হতাহতরা সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। সোনারগাঁয়ে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, কাঁচপুরে একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কাফি (৫০) নামের এক রিক্সাচালক নিহত হয়েছেন। মৃত ব্যক্তির বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামে। মঙ্গলবার বিকেলে কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুরে গার্মেন্টস কর্মী স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, মোটরসাইকেলের ধাক্কায় বৃহস্পতিবার এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তার নাম বাদশা মিয়া (৪৬)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের পিপড়াসিট গ্রামে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সদরের মির্জাপুর-মনিপুর সড়কের পূর্ব ডগরী স্কুলের সামনে ভাওয়াল মির্জাপুরগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে তিনি মারা যান।
×