ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোবেলের বিরুদ্ধে ভারতে মামলা

প্রকাশিত: ২৩:৫৪, ২৯ মে ২০২০

নোবেলের বিরুদ্ধে ভারতে মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ভারতে মামলা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে সোমবার ত্রিপুরার বিলেনিয়া পুলিশ স্টেশনে স্থানীয় এক তরুণ এ গায়কের বিরুদ্ধে মামলা করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। মামলার ব্যাপারে নোবেল বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে এটি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়েছে; ইতোমধ্যে বিষয়টি ত্রিপুরা পুলিশের সাইবার সেলে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার জাল সিংহ মিনা। অভিযোগকারী তরুণ সুমন পাল বলেন, ‘তিনি (নোবেল) ভারতে গান করে পরিচিতি পেয়েছেন। পরে বাংলাদেশে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন। বিষয়টি আমি মেনে নিতে পারিনি; ফলে তার বিরুদ্ধে মামলা করেছি।’ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জাল সিংহ মিনা। অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে।
×