ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক দূরত্ব মেনেই কেনাকাটা করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০০:৪৮, ২২ মে ২০২০

সামাজিক দূরত্ব মেনেই কেনাকাটা করলেন শিক্ষামন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ লাইন ধরে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটা করেছেন একজন মন্ত্রী; করোনাভাইরাসের সংক্রমণকালে একজন মন্ত্রীর এমন নিয়মানুবর্তিতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে লাইনে দাঁড়ানো অবস্থায় যাকে দেখা যাচ্ছে, তিনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি; বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী যান ধানম-ির একটি চেইন শপে। সেখানে কেনেন প্রয়োজনীয় নিত্যপণ্য। খবর বাংলানিউজের। শিক্ষামন্ত্রী প্রায় সময়ই নিজে কেনাকাটা করতে যান বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনও বাসার জন্য কেনাকাটা করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ছবিটি ধানম-ির মীনা বাজারের বাইরের দৃশ্য। দুপুর ২টার দিকে মন্ত্রী ধানম-ি ২৭ নম্বরে মীনা বাজারে যান শপিং করতে। সেই বাজার থেকে শিক্ষামন্ত্রী নিজের বাসার জন্য চানাচুর, মিষ্টিসহ অন্য পণ্য কেনেন এদিনও।’ তিনি নিয়মিতই ওখান থেকে শাক-সবজিসহ অন্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন জানিয়ে আবুল খায়ের বলেন, ওখানে লাইন ধরে কিনতে হয়। তিনিও সে নিয়ম মেনেই চলেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দূরত্বে রং দিয়ে বৃত্ত তৈরি করা থাকে। এছাড়া সংক্রমণ এড়াতে মাস্ক পরারও নিয়ম রয়েছে স্বাস্থ্যবিধিতে। ছবিতে দেখা যায়, শিক্ষামন্ত্রী সামাজিক দূরত্ব নিশ্চিত করার এমন একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার সামনে ও পেছনের জনও নির্দিষ্ট বৃত্তের মধ্যে আছেন। এমনকি মাস্ক পরতেও ভোলেননি মন্ত্রী।
×