ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১১ জুন সংসদে বাজেট পেশ

প্রকাশিত: ২২:৫৯, ২০ মে ২০২০

১১ জুন সংসদে বাজেট পেশ

বিশেষ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস মহামারীর মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আগামী ১০ জুন বসছে সংসদ অধিবেশন। পরদিন ১১ জুন বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থবছরের আয়-ব্যয়ের ফর্দ যেখানে তুলে ধরা হবে, বদলে যাওয়া পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই অধিবেশনটি কেমন হতে যাচ্ছে এবার? এ প্রশ্ন সবার মুখে মুখে। তবে সংসদের কর্তাব্যক্তিদের সোজাসাপ্টা উত্তর- পরিস্থিতি বুঝেই এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে। স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করেই বসবে এবারের ব্যতিক্রমী সংসদ অধিবেশন। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১০ জুন বিকেল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনটি হবে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর শুরু হচ্ছে। ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর আলোচনা শেষে ৩০ জুন তা পাস হবে। সংসদ অধিবেশনটি কতদিন চলবে তা ১০ জুন স্পীকারের সভাপতিত্বে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকেই চূড়ান্ত কর হবে। করোনা মহামারীর কারণেই এর আগে সংবিধানের নিয়ম রক্ষায় গত ১৮ এপ্রিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন বসে জাতীয় সংসদে। মাত্র এক ঘণ্টা স্থায়িত্ব ছিল ওই অধিবেশনের। যেখানে আইনপ্রণেতাদের বসানো হয় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে। এবারের বাজেট অধিবেশনেও সেভাবেই পরিচালনা করা হতে পারে বলে জানা গেছে। ১০ জুন শুরু হয়ে ৩০ জুন বাজেট পাসের দিনই সংসদের অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে সংসদ সচিবালয়। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে উত্থাপিত সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার বিধান রয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত বাজেটের ওপর সংশোধনী আনতে হয়। কিন্তু এবার সংসদ সদস্যরা এ সুযোগ বেশি পাবেন না। করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় সংসদ অধিবেশনের সময়সীমাতেও পরিবর্তন আসতে পারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা করা যায় কিনা, সে চিন্তা রয়েছে সংশ্লিষ্টদের। এ ব্যাপারে সংসদের একাধিক কর্মকর্তা জানান, করোনার কারণে এবারের বাজেট অধিবেশন হবে স্বল্পপরিসরে। প্রতিবছর খসড়া বাজেট অনুমোদনের জন্য সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের দিনে সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। এবারও অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে স্বল্পপরিসরে মন্ত্রিসভার বৈঠক হবে। বৈঠকে ৪৭ মন্ত্রীর মধ্যে ১০ থেকে ১৫ সিনিয়র মন্ত্রীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ খসড়া বাজেট অনুমোদন করার পর তা সংসদে পেশ করা হবে।
×