ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

প্রকাশিত: ২০:৪৩, ১৮ মে ২০২০

শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সতীর্থ রামনরেশ সারওয়ানকে করোনাভাইরাসের চেয়ে খারাপ বলে গালি দিয়েছিলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণ হলে শাস্তির মুখোমুখি হতে হবে এই তারকাকে। নিজের দেয়া ব্যাখ্যায় সিপিএল টুর্নামেন্ট কমিটিকে সন্তুষ্ট করতে পারায় গেইলকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না। ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘কেবল একটি উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো তৈরি করেছি তা হলো, দ্বিতীয়বারের মতো তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি থেকে চলে যাওয়ার পেছনের কারণ জ্যামাইকার ভক্তদের কাছে ব্যাখ্যা করা। আমার আশা ছিল, জ্যামাইকার হয়ে সিপিএল ক্যারিয়ার শেষ করার। স্যাবিনা পার্কে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ঘরের দর্শকদের সামনে খেলা, আগে যাদের দুটি সিপিএল শিরোপা জিতিয়ে ছিলাম।’ উল্লেখ্য, গেইলকে এবার আর ধরে রাখেনি তার জন্মস্থানের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা। গেইল এজন্য ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ এবং সতীর্থ সারওয়ানের দায় দেখছেন। এতদিনের ভালবাসার যার সঙ্গে জড়িয়ে সেখানে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। সেটি না পেরে যারপরনাই হতাশ ছিলেন বিশ্বজুড়ে ক্লাব টি২০ খেলে বোড়ানো ৪০ বছর বয়সী এই তারকা।
×