ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোগী ভাগিয়ে নেয়া দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৭, ১৫ মে ২০২০

রোগী ভাগিয়ে নেয়া দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পমূল্যে অপারেশনের আশ্বাস দিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিত দালাল চক্র। এতে হাসপাতালটির কিছু চিকিৎসক ও দালালদের যোগসাজশে পঙ্গু হাসপাতাল থেকে দু’জন রোগীকে ভাগিয়ে নিয়ে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোহাম্মদপুরে প্রাইম হাসপাতালের মালিক ও দালালসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়। এমনকি ভর্তি রোগীদের কোন ধরনের টেস্ট না করেই রিপোর্ট প্রিন্ট করে দিত তারা। বুধবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর কলেজগেটের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাব-২’র ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২’র এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্ব অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
×