ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় সিলেট কারাগারে বন্দীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ মে ২০২০

করোনায় সিলেট কারাগারে বন্দীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের এক বন্দী মারা যাওয়ার পর কারাগারের ১২০ হাজতি ও কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ আব্দুল জলিল জানান, সোমবার রাতে ওই হাজতির রিপোর্ট পজেটিভ আসার পর তার সংস্পর্শে আসা কারাগারের ১২০ হাজতি ও কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করা হবে। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা যায়, রবিবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক ব্যক্তি মারা যান।
×