ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ২০:০০, ৯ মে ২০২০

নোবিপ্রবিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবন -০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি (কুমিল্লা) কাজী সেলিনা ইসলাম, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মমিনুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×