ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতকে সিংহাসনচ্যুত করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২৩:৩২, ৩ মে ২০২০

ভারতকে সিংহাসনচ্যুত করল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরের ধাক্কাটাই ভারতের জন্য কাল হলো। টেস্টে টানা তিনবার আইসিসির সেরা দলের স্বীকৃতি পাওয়া ভারত এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়াল। মোড়ল দেশটির রাজত্বে হানা দিল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, টি২০তেও ভারতের শত্রুদেশ পাকিস্তানকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছে অসিরা। ওয়ানডের শীর্ষস্থানটা অবশ্য বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের দখলেই আছে। হালনাগাদের এই র‌্যাঙ্কিংয়ে বাদ পড়েছে ২০১৬-১৭ মৌসুম। আর শতভাগ বিবেচনায় নেয়া হয়েছে ২০১৯ সালের মে থেকে খেলা ম্যাচগুলোর পারফর্মেন্স। আর আগের দুই বছরের পারফর্মেন্স থেকে নেয়া হয়েছে ৫০ ভাগ। টেস্টে ভারতকে পেছনে ফেলা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১১৬। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে নিউজিল্যান্ড। কপাল পুড়েছে ভারতের। ১১৪ পয়েন্ট নিয়ে একেবারে তিনে নেমে গেছে বিরাট কোহলির দল। ২০০৩ সালে টেস্ট র‌্যাঙ্কিং চালুর পর দ্বিতীয়বার এমনটি ঘটল। যেখানে মাত্র কয়েক পয়েন্টের ব্যবধান নিয়ে থাকল ওপিরের তিনটি দল। ২০১৬ সালের অক্টোবরের পর টেস্টের শীর্ষ আসনচ্যুত হলো ভারত। বড় একটি কারণ বাতিল হওয়া ২০১৬-১৭ মৌসুম। এই মৌসুমেই কোহলিরা টেস্ট জিতেছে ১২টি, হেরেছে মাত্র একটিতে। এই সময়ে ভারত ৫টি সিরিজ জিতেছে।
×