ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিক পেছালেও হতাশ নন রোমান সানা

প্রকাশিত: ০০:০৯, ১ মে ২০২০

অলিম্পিক পেছালেও হতাশ নন রোমান সানা

স্পোর্টস রিপোর্টার ॥ সবকিছু ঠিক থাকলে হয় তো ২০২০ টোকিও অলিম্পিকে খেলতে যেতেন রোমান সানা। করোনায় সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। তবে এতে মোটেও বিচলিত নন এই তারকা তীরন্দাজ। প্রত্যাশা করলেন করোনামুক্ত সুন্দর পৃথিবীর। তবে বসে নেই দেশসেরা আরচার। জানালেন ফিট থাকতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। করোনায় শীতনিদ্রায় দেশের এ্যাথলেটরা। মাঠে খেলা না থাকায় খেলোয়াড়রা ফিরে গেছেন যে যার নিজ বাড়িতে। দেশসেরা আরচার রোমান সানাও আছেন নিজ জন্মস্থান খুলনায়। বাবা-মা আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন। জীবনের প্রথম অলিম্পিক খেলা হচ্ছে না। তাতে মোটেও বিচলিত নন দেশের একমাত্র টোকিও অলিম্পিক কোয়ালিফাই করা রোমান সানা। উল্টো ব্যাপারটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তিনি। রোমান সানা জানান, ‘অলিম্পিক যেটা পিছিয়ে গেছে, সেটা আমি পজেটিভলি নিচ্ছি। কারণ আমি করি নিজেকে প্রস্তুত করার জন্যে আরও এক বছর পেলাম।’ তবে বসে নেই রোমান। প্রতিদিন নিয়ম করে অনুশীলন করছেন। অখ- অবসরে প্রস্তুতি নিচ্ছেন নতুন উদ্যোমে শুরু করার। জার্মান কোচ ফেডরিখ মার্টিনের নির্দেশ মেনে ফিট থাকছেন। তা আবার নিয়মিত পাঠাছেন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসএ্যাপে। সামনেই খেলতে যেতেন জার্মানিতে আরচারি ওয়ার্ল্ড কাপ। করোনায় ভেস্তে গেছে সে পরিকল্পনাও। করোনার এই সময়টায় ফেডারেশন আরচারদের পাশে থাকায় কৃতজ্ঞ রোমান।
×