ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা দুর্যোগে চিকিৎসা সেবায় চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস

প্রকাশিত: ২২:৫৮, ২৯ এপ্রিল ২০২০

করোনা দুর্যোগে চিকিৎসা সেবায় চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক ॥ করোনা দুর্যোগকালে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস। জানা গেছে, কুষ্টিয়ায় ডাঃ তোফাজ্জুল মেডিক্যাল সেন্টারে এক মাস ধরে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশনরত অবস্থায় তিনি নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’। এরপর পাঁচ বছর চিকিৎসা পেশা থেকে দূরে ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস। বর্তমানে বুলবুল বিশ্বাসের হাতে একটি চলচ্চিত্র ও ৬টি টিভিসির কাজ আছে। তার প্রথম পরিচালিত ‘রাজনীতি’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। ২০০৯ সালে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন বুলবুল বিশ্বাস। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন। করোনাভাইরাসের প্রকোপের প্রতিকূল পরিবেশে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এই রোগের চিকিৎসকরাও নিরাপদ নন। রোগীদের সেবা দিতে গিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন অনেকেই। এমন উপলব্ধি থেকেই এই সময়ে চিকিৎসা পেশায় ফিরলেন ‘রাজনীতি’ চলচ্চিত্রের নির্মাতা বুলবুল বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত করোনা সময়ে আমি এখানেই প্র্যাকটিস করব। একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সেই চেষ্টা করে যাবও। বুলবুল বিশ্বাস আরও বলেন, আমি নির্মাতা হিসেবে কাজ করার পাশাপাশি নিয়মিত পরিচিত মহলে রোগী দেখতাম ও ফোনে পরামর্শ দিতাম। যখন করোনার জন্য দেশের সব যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়। এর আগে আমি আমার কুষ্টিয়ার বাড়িতে আসি। তখন দেখছি অনেক করোনায় আক্রান্ত নন এমন রোগীও তাদের রোগের সেবা পাচ্ছেন না। আবারও পেশাদার ডাক্তার হিসেবে প্র্যাকটিস শুরু করার তখন চিন্তা করি।
×