ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে মেডিক্যাল অফিসারের মা-বাবা ভাইবোনসহ ১৮ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ০০:৫১, ২৯ এপ্রিল ২০২০

না’গঞ্জে মেডিক্যাল অফিসারের মা-বাবা ভাইবোনসহ ১৮ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিক্যাল অফিসারের মা-বাবা ও ভাইবোনসহ ১৮ জন নিকট আত্মীয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বসবাস করেন। তবে পরিবারের ১৮ জন সদস্য আক্রান্ত হলেও ওই নারী মেডিক্যাল অফিসার, তার স্বামী ও সন্তানের শরীরে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জনকণ্ঠকে জানান, ওই নারী মেডিক্যাল অফিসারের শরীরে করোনা পজেটিভ আসেনি। এমনকি তার স্বামী ও সন্তানের শরীরেও করোনা পজেটি আসেনি। তবে তার মা-বাবা, ভাইবোন ও ভাইয়ের সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বাড়ির আশপাশে থাকা নিকট আত্মীয়স্বজনের মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও নতুন করে ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৪২ জনে। এরই মধ্যে মারা গেছে ৪২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা করোনা ফোকাল পার্সন কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
×