ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২২:১০, ২৯ এপ্রিল ২০২০

বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনী সমাজের নি¤œআয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ, ২৯ মার্চ, ১৫ এপ্রিল, ২১ এপ্রিল ও ২৬ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় পাঁচ শ’ নি¤œআয়ের পরিবারের মাঝে প্যাকেটের মাধ্যমে চাল, ডাল, পেঁয়াজ, খেজুর, মাল্টা ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনার কর্মকর্তারা এই সাহায্য বিতরণ করেন। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা দিয়ে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।-আইএসপিআর
×