ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় নোটিস টাঙ্গিয়ে ৭০৯ গার্মেন্টস শ্রমিককে ছাঁটাই

প্রকাশিত: ০০:২৩, ২৬ এপ্রিল ২০২০

আশুলিয়ায় নোটিস টাঙ্গিয়ে ৭০৯ গার্মেন্টস শ্রমিককে ছাঁটাই

সংবাদদাতা, সাভার, ২৫ এপ্রিল ॥ করোনাভাইরাসের কারণে রফতানি বন্ধ। এ কারণ দেখিয়ে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ৭’শ ৯ জন শ্রমিককে ছাঁটাই করেছে মালিকপক্ষ। শনিবার সকালে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অবস্থিত সিগমা গ্রুপের ‘সিগমা ফ্যাশন লিমিটেড’ কারখানার দেয়ালে নোটিস টাঙ্গিয়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়, বর্তমানে বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের সকল রফতানিজাত পণ্যের উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের সকল ক্রয়াদেশও বাতিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ শ্রমআইন ২০০৮ এর ধারা ১২ এবং ১৬ অনুযায়ী গত ১ এপ্রিল ২০২০ থেকে আগামী ৩১ মে পর্যন্ত করাখানা লে-অফ ঘোষণা করা হয় এবং এ অবস্থায় কারখানাটি আগামী দিনগুলোতে সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয় উল্লেখ করে নোটিসে থাকা শ্রমিক ও কর্মচারীদের বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ১২, ১৬ এবং ২০ অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ছাঁটাই করা হলো। সরকারী ডাক বিভাগ খোলা সাপেক্ষ ছাঁটাইকৃত শ্রমিকদের স্থায়ী ঠিকানায় ছাঁটাইয়ের চিঠি পাঠানো হবে। নোটিসে আরও বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে ছাঁটাইকৃত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের আইনানুগ পাওনাদি ট্রাস্ট ব্যাংক এর মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে আগামী ৭ মে ২০২০ তারিখের মধ্যে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শ্রমিকরা জানান, কারখানাটির কেবল অস্থায়ী শ্রমিকদের ছাঁটাই করা হয়নি। সেইসঙ্গে সাত-আট বছরের পুরনো অনেক শ্রমিককেও ছাঁটাই করা হয়েছে। গত ১৬ এপ্রিল তাদের বেতন পরিশোধ করে তাদের কাছ থেকে একটি ফাইলে কমপক্ষে ১৫ স্থানে স্বাক্ষরও নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে তারা জানে না সেই স্বাক্ষর কেন দিয়েছেন। শ্রমিকরা আরও জানান, করোনাভাইরাসের ভয়ে তারা বাসা থেকে বের হতে পারছেনা। কারখানার সামনে নোটিস টাঙ্গিয়ে ছাঁটাইয়ের এমন ঘটনায় তাদের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘরে চাল নাই, বাড়ি যে যাবে তারও টাকা নাই। এ সময় তাদের কে চাকরি দেবে। তাই তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে। গাজীপুরে লকডাউন ভেঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ॥ গাজীপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন ভেঙ্গে শনিবারও রাস্তায় নেমে দিনভর বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে অবরোধ করেছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম, শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেচং বিডি লিমিটেড পোশাক কারখানাটি গত নবেম্বর মাসে লে-অফ ঘোষণা করে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণার সময় গত অক্টোবর ও নবেম্বর মাসের বেতন ভাতাসহ শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। গত কয়েকদিন আগে কারখানাটি শনিবার (২৫ এপ্রিল) চালু এবং আগামী ৭ মে শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধের তারিখ ঘোষণা করে গেটে নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল হতে শ্রমিকরা কারখানার গেটে এসে জড়ো হয়ে অবস্থান নিতে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ অবস্থানের পরও কারখানায় মালিক পক্ষের কাউকে না পেয়ে এবং কারখানার গেট খুলে না দেয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এসময় তারা তাদের ওই দুমাসের বকেয়াসহ পাওনাদি পরিশোধ এবং কারখানা চালু করার দাবিতে গেটে বিক্ষোভ শুরু করে।
×