ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা এখনও অসুস্থ, কোয়ারেন্টাইনে থেকেই রোজা রাখবেন

প্রকাশিত: ০৯:৪৩, ২৫ এপ্রিল ২০২০

 খালেদা এখনও অসুস্থ, কোয়ারেন্টাইনে থেকেই রোজা রাখবেন

শরীফুল ইসলাম ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। বর্তমানে গুলশানের বাসা ফিরোজায় কোয়ারেন্টাইনে থাকা খালেদা জিয়া অসুস্থতা সত্ত্বেও পবিত্র মাহে রমজান মাসজুড়ে রোজা রাখবেন। ইতোমধ্যেই তিনি রোজা রাখার কথা তাঁর ব্যক্তিগত স্টাফ, চিকিৎসক ও স্বজনদের জানিয়ে দিয়েছেন। যদিও তিনি আর্থ্রারাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। অপরের সাহায্য ছাড়া তিনি হাটা চলাও করতে পারেন না। জানা যায়, অসুস্থ শরীর নিয়েই পুরো রমজান মাসে রোজা রাখার পাশাপাশি নিয়মিত নামাজ, কোরান তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়বেন খালেদা জিয়া। তাঁর জন্য ইফতার তৈরি করবেন বাসার পাচক এবং গৃহকর্মী ফাতেমা। এ ছাড়া মাঝে মধ্যে বোন সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দারসহ স্বজনরা তাদের বাসায় তৈরি করা ইফতার খালেদা জিয়ার জন্য নিয়ে আসবেন। তবে রোজার মাসে ইফতারসহ যাবতীয় খাবার গ্রহণের ক্ষেত্রে তিনি তাঁর চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের নেতাসহ বিভিন্নজন আগ্রহ প্রকাশ করলেও তিনি ঈদ-উল ফিতরের আগে কারও সঙ্গে দেখা করবেন না বলে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। তবে স্বজনদের তাঁর বাসায় প্রবেশাধিকারে কোন বাধা নেই। তাঁর স্বজনদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সূত্রে জানা যায়, খালেদা জিয়া শারীরিকভাবে এখনও গুরুতর অসুস্থ। ২৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হলেও করোনা পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত তিনি তা চালিয়ে যাবেন। আর রমজান মাস শেষে ঈদ ও হোম কোয়ারেন্টাইন শেষ হলেই যারা তাঁর সঙ্গে দেখা করতে চাচ্ছেন তাদের সঙ্গে দেখা করবেন। এর আগে দলের নেতাকর্মীদের সঙ্গেও দেখা করার সম্ভাবনা নেই। বর্তমানে খালেদা জিয়ার বাসায় সর্বক্ষণিক তাঁর সঙ্গে অবস্থান করছেন দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা ও একজন নার্স। তারাই খালেদা জিয়ার দেখভাল করছেন। এছাড়া রয়েছেন একজন পাচক, যিনি খালেদা জিয়ার পছন্দের খাবার রান্না করে দেন। এছাড়া ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মাঝে মধ্যে পরামর্শ দিয়ে থাকেন। তবে চিকিৎসার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন লন্ডন প্রবাসী বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমান। এছাড়া তারেক রহমানসহ ঘনিষ্ঠ স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত বিভিন্ন মাধ্যমে কথা বলেন। বিশেষ করে লন্ডন প্রবাসী দুই ছেলের তিন নাতনি জায়মা রহমান, জাসিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে কথা বলতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শুক্রবার উত্তরার বাসা থেকে রমজানের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে টেলিকনফারেন্সে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুতর অসুস্থ ম্যাডাম খালেদা জিয়া এখন গুলশানের বাসায় কোয়ারেন্টাইনে আছেন। যেহেতু গোটা জাতি লকডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। তাই তিনি এভাবে থেকেই ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন। এভাবে কোয়ারেন্টাইনে থেকেই তিনি রমজানের রোজা পালন করবেন। উল্লেখ্য, ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিত রেখে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। সোয়া ২ বছর কারাবাসের শেষের একবছর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। মুক্তি পেয়ে হাসপাতাল থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় গিয়ে ওঠেন তিনি। ওই বাসার দোতলায় তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রারাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার অসুস্থতা আগের মতোই আছে। তার হাত ও পায়ের ব্যথা আগের মতোই আছে। মাঝে মধ্যে একটু ভাল থাকলেও আবার প্রচ- ব্যথা অনুভূত হয়। ব্যথা উপশমের জন্য তাঁকে থেরাপি দেয়া হচ্ছে। অন্যান্য রোগের ওষুধও নিয়মিত সেবন করানো হচ্ছে। তবে নিয়মিত আত্মীয় স্বজনদের সঙ্গে প্রাণখুলে কথা বলতে পারার কারণে তিনি স্বস্তিতে রয়েছেন।
×