ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দোকানপাট খোলা আগের সময় অনুযায়ীই

প্রকাশিত: ০৯:২৬, ২৫ এপ্রিল ২০২০

 দোকানপাট খোলা আগের সময় অনুযায়ীই

স্টাফ রিপোর্টার ॥ করোনার প্রাদুর্ভাব হ্রাস করতে আগের মতো রমজান মাসেও সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। এই সময়সীমার কোন পরিবর্তন করা হয়নি। পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরপরই ফার্মেসি ছাড়া বাজার, দোকানপাট ও সুপারশপ খোলা এবং বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। প্রথমে এলাকার মুদি দোকান দুপুর দুটা পর্যন্ত এবং সুপারশপ সন্ধ্যা সাতটায় বন্ধের নির্দেশনা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এই সময় ছয়টা করা হয়েছিল। রমজান মাসেও এই নির্দেশনা বলবৎ থাকবে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) জানান, দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন কোন নির্দেশনা এখনও আসেনি। তাই সরকারের দেয়া আগের নির্দেশনা বাস্তবায়নেই কাজ করবে পুলিশ।
×