ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনের তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৭:২৯, ২৫ এপ্রিল ২০২০

রাজশাহীতে ট্রেনের  তেল চুরির ঘটনায় তদন্ত  কমিটি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে রেলওয়ের ডিপো থেকে দিনে-দুপুরে তেল চুরির সময় তিনজন ধরা ও কর্মকর্তা সাসপেন্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই-লোকো) আশীষ কুমার ম-লকে এই কমিটির প্রধান করা হয়েছে। ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক এই কমিটি করে দিয়েছেন। এই তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের গঠিত তদন্ত এই কমিটির অন্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ, পাকশী বিভাগীয় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ডিইই) রিফাত সাকিল রুম্পা ও কমান্ড্যান্ট আরএনবি (পাকশী) রেজওয়ানুর রহমান। তদন্ত কমিটির সদস্য পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ বলেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। এর পর যত দ্রুত সম্ভব তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হবে। সম্ভব হলে তিনদিনের আগেই রিপোর্ট দেয়া হবে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিসিও (পাকশী) ফুয়াদ হোসেন আনন্দ। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে রেলওয়ের ডিপো থেকে তেল (ডিজেল) চুরির সময় এক কর্মকর্তাসহ তিনজন হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।
×