ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলা

ওআইসি ফান্ড গঠনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৩:০১, ২৩ এপ্রিল ২০২০

ওআইসি ফান্ড গঠনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে স্বেচ্ছায় ফান্ড গঠনের প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়। খবর বাংলানিউজের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ সঙ্কট মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওআইসির উদ্যোগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্যে ড. মোমেন এই মহামারী মোকাবেলায় ইসলামের চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী চিকিৎসাবিজ্ঞান এবং সরঞ্জামাদি নিয়ে যে সব গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকে কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি তৈরি করার কাজে লাগাতে ওআইসি সচিবালয় ও অঙ্গ সংগঠনকে আহ্বান জানান। মহামারীর প্রকট না কমা পর্যন্ত মধ্যপ্রাচ্য ও ওআইসিভুক্ত দেশগুলোয় কাজ করা মুসলিম অভিবাসী কর্মজীবীদের সুরক্ষায় প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা এবং তাদের চাকরি রক্ষার ব্যবস্থা করার জন্য মানবাধিকার সংগঠনগুলোকে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে পরামর্শ দেন ড. মোমেন। একইসঙ্গে মহামারীর সময় মুসলিম শরণার্থীদের দেখভালের বিষয়টি নিশ্চিত করতে সদস্য দেশগুলোর সমন্বিত প্রয়াসের আহ্বান জানান তিনি। পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে একটি কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি ফান্ড গঠনের প্রস্তাব দেন মন্ত্রী।
×