ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে ও খাদ্য সহায়তা

প্রকাশিত: ১০:২৭, ২১ এপ্রিল ২০২০

রাজধানীতে নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে ও খাদ্য সহায়তা

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকার অসহায়, গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। পাশাপাশি রাজধানীর বাংলামোটর, ইস্কাটন, বেইলি রোড, রমনা এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন নৌসদস্যরা। সোমবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করেন। সকালে রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয় অসহায় ও দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও খুলনার দায়িত্বপূর্ণ এলাকাগুলোতেও খাদ্য সহায়তা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। -বিজ্ঞপ্তি
×