ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমরুলের পিতার মৃত্যুতে শোক

প্রকাশিত: ০৯:২৭, ২১ এপ্রিল ২০২০

ইমরুলের পিতার মৃত্যুতে শোক

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস পিতৃহারা হয়েছেন। রবিবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমরুলের পিতা মোঃ বানি আমিন বিশ্বাস। তার বয়স হয়েছিল ৬০ বছর। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে গত প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ মার্চ মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন ইমরুলের বাবা। প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত নিবিড় পরিচর্যায় (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছেন বানী আমিন। ইমরুলের পিতার মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোক নেমে এসেছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন। সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভাই এবং সতীর্থ ইমরুল কায়েসের শ্রদ্ধেয় পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ... রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ মুশফিকুর রহীম লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ... রাজিউন। আমাদের আপন ইমরুলের বাবা ইন্তেকাল করেছেন। সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’ ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাাহপাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’
×