ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে ॥ আইজিপি

প্রকাশিত: ০৯:৩১, ২০ এপ্রিল ২০২০

 সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে ॥  আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। শনিবার বিকেলে থেকে টানা কয়েক ঘণ্টা এক ভিডিও কনফারেন্সে পুলিশের সব রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। আইজিপি বেনজীর জানান, করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর রয়েছে। সঠিকভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। এ সময় জনগণের পাশে থাকতে হবে। মানুষের সঙ্গে কোন খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। মানবিক আচরণ করতে হবে। তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে খোলা স্থানে বাজার বসানোর পরামর্শ দেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য খোলা স্থানে অথবা ফুটপাথে বাজার বসাতে হবে। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে। বেনজীর আহমেদ জানান, জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যাতে কেউ পণ্যের মজুদদারি অথবা মূল্যবৃদ্ধি করতে না পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইজিপি জানান, সরকারী ত্রাণ এবং ওএমএসের চাল বিতরণে অনিয়ম রোধে পুুলিশ সদস্যদের তৎপর থাকতে হবে। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশের সক্ষমতা কাজে লাগাতে হবে। করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্য অসুস্থ হলে তার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ জানান, আমরা বাংলাদেশে আর মাদক দেখতে চাই না। আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। করোনা পরিস্থিতিতে বিভিন্ন অপরাধ দমনেও পুলিশ সদস্যদের তৎপর থাকার পরামর্শ দেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে নতুন নতুন অপরাধ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কোথাও কোথাও চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এসব বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ ইত্যাদি প্রযুক্তিনির্ভর অপরাধ বন্ধ করতে হবে। ভুয়া সংবাদ, গুজব বন্ধ করতে হবে। কোন পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে, তাকে বেরিয়ে আসার নির্দেশ দেন বেনজীর আহমেদ। আইজিপি জানান, পুলিশের কাজের মূলভিত্তি হবে টিম স্পিরিট। এককভাবে নয়, পুলিশ সদস্যদেরকে টিমে কাজ করতে হবে। প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা চান। করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করল পুলিশ ॥ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে জানান, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে করোনার উপসর্গ নিয়ে আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তি শনিবার রাতে মারা গেছেন। এমন খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে লাশের পাশে কেউ যাচ্ছিলেন না। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের আব্দুর রহিম গত ১২ দিন যাবত জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। এ অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। মৃত ব্যক্তির করোনাভাইরাস হয়েছে- এমন ভয়ে লাশের পাশে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর কেউ যাচ্ছিলেন না। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ব্যবস্থা করে। তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
×