ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় বদলে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের চিত্র

প্রকাশিত: ০৭:৫৬, ১৮ এপ্রিল ২০২০

করোনায় বদলে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের চিত্র

শাকিল আহমেদ মিরাজ ॥ মহামারী করোনাভাইরাসের কারণে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ অথবা স্থগিত হয়ে যাওয়ার পরই প্রশ্নটা ভাসছিল। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচীটা ঠিক থাকবে তো? বিভিন্ন দেশের ঘরোয়া আয়োজন, দ্বিপক্ষীয় দ্বৈরথ, এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ? কিভাবে সম্ভব? ইতোমধ্যে দুই-তিন মাস নষ্ট হয়ে গেছে, খেলা কবে মাঠে গড়াবে তারও নিশ্চয়তা নেই। অনুমানটাই হয় তো সত্যি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের সূচী নিয়ে নতুন করে ভাবছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। সপ্তাহ দুয়েক আগে আইসিসির সভায় বিষয়টি উত্থাপন করে তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাতে সমর্থন দেয় কয়েকটি বোর্ড। ফলে বাতিল হয়ে যেতে পারে নতুন প্রবর্তিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডের দুই বছর মেয়াদী লীগ। মূল কারণ, সময় সংঙ্কুচিত হয়ে পড়ায় চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বড় দলগুলো আর ছোট দলের সঙ্গে খেলতে চাইছে না। আছে লাভ-লসের সমীকরণও। আইসিসিকে ভবিষ্যত সফর পরিকল্পনা (এফটিপি) ঢেলে সাজানোরও আহ্বান জানিয়েছে বোর্ডগুলো। এ প্রস্তাবে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেই (ইসিবি) উৎসাহ বেশি। আইসিসির সঙ্গে বোর্ডগুলোর এ আলোচনা দুই সপ্তাহ আগেই হয়েছে। মার্চের শেষ দিকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে যে গবর্নর কমিটির মিটিং হয়েছিল, সেখানেই এসব প্রস্তাব দেয়া হয়েছে। বিসিসিআইর এক প্রশাসক বলেন, ‘এ নিয়ে আলোচনা চলছে এখনও। আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোন দিক নির্দেশনা পাওয়া যায়নি।’ করোনার কারণে ক্রিকেটে অদূর ভবিষ্যতের সব সূচীই বাতিল হতে বসেছে। এর ফলে দ্বিপক্ষীয় অনেক সিরিজই হুমকির মুখে। এর মাঝে আইসিসি নির্ধারিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লীগ চালু থাকলে পরবর্তী অনেক দ্বিপক্ষীয় সিরিজ আর আলোর মুখে দেখার সুযোগ পাবে না। আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টি২০ তথা আইপিএলের মিডিয়া স্বত্ব নতুন করে নিলামে উঠবে। একই সময়ে আইসিসিও ২০২৩-৩১ সালের জন্য আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব বিক্রির অপেক্ষায় থাকবে। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) নিজদের স্বত্ব বিক্রি করবে নতুন চুক্তিতে। ফলে বড় দল হিসেবে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজগুলো বেশ লোভনীয় হয়ে উঠবে এই তিন দেশের জন্য। ধনী বোর্ডগুলোর জন্য এ অবস্থায় আইসিসির বাধ্যতামূলক সিরিজগুলোয় অংশ নেয়া আর্থিকভাবে লাভজনক নয়। এটা অনুমেয় যে, জিম্বাবুইয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ খেলার আগ্রহ সবসময় কম। অপর এক সূত্র জানায়, ‘আইসিসি আরও বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে। এর ফলে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সময় কমে যাবে। মিডিয়া স্বত্ব থেকে যে বোর্ডগুলো ভাল আয় করে তারা কখনই এতে রাজি হবে না।’ বর্তমানে ওয়ানডে ও টি২০ বিশ্বকাপ চালু আছে। সম্প্রতি তার সঙ্গে দুই বছরের একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লীগকে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে যুক্ত করে আইসিসি। ২০২০ সাল থেকে প্রতিবছর অন্তত একটি বৈশ্বিক টুর্নামেন্ট চালু করতে চায় সংস্থাটি। এর জন্য নতুন একটি টুর্নামেন্ট শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে।
×