ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাক উল্টে সেনাসদস্য নিহত

প্রকাশিত: ১০:৪৮, ১৭ এপ্রিল ২০২০

রাজধানীতে ট্রাক উল্টে সেনাসদস্য নিহত

স্টাফ রিপোর্টার ॥ এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে এক সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন সেনা সদস্য। প্রাণে বেঁচে গেছেন সাইকেল আরোহী। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসাধীনের মধ্যে কয়েকজন কিছুটা বেশি আহত হলেও তারা আশঙ্কামুক্ত। নিহত সেনা সদস্যের লাশ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধায়নে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। নিহতের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মানুযায়ী আর্থিক অনুদান দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর শেরে-বাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। ঘটনার সময় সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি তিন ট্রনের ট্রাক সেনা সদস্যদের নিয়ে জাজিরা সেনানিবাসে যাচ্ছিল। এ সময় উল্টো পথে এক সাইকেল আরোহী আচমকা ট্রাকটির সামনে চলে আসেন। চালক সেনা সদস্য অত্যন্ত সর্তকর্তার সঙ্গে জোরে গাড়িটির ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য বহনকারী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনা স্থলেই প্রিন্স নামের এক সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন গাড়িটিতে থাকা ২১ জন সেনা সদস্য। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে দ্রুত হাজির হয়। নিহতের লাশ রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। আর আহতদের ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, নিহতের লাশ সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মানুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএমএইচে চিকিৎসাধীনের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।
×