ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

প্রকাশিত: ১০:৫০, ১৬ এপ্রিল ২০২০

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে ভারতের চলমান লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির সরকার। ফলে ২৯ মার্চ থেকে পিছিয়ে ১৫ এপ্রিল নির্ধারণ করা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ভাগ্যও ঝুঁলে গেছে। টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, লকডাউন চলবে শোনার পরই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের বিষয়ে একমত হন কর্মকর্তারা। আপাতত কোন নতুন দিনক্ষণও ঘোষণা করা হয়নি। পরিস্থিতি বুঝেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। দু’দিন আগে সৌরভ বলেছিলেন, ‘গোটা দুনিয়ায় এখন কোন দেশেই প্রায় কোন ধরনের খেলা আয়োজনের মতো পরিস্থিতি নেই। তাই এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভাল।’ সৌরভ আরও যোগ করেন, ‘পুরো পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আর বলার কিছু নেইও। বিমান বন্ধ, অফিস বন্ধ, মানুষ গৃহবন্দী। কেউ কোথাও যেতে পারছে না। মনে হচ্ছে, মে-র অর্ধেক পর্যন্ত এই অবস্থাই থাকবে। ক্রিকেটাররা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে? খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আইপিএল কেন এখন কোন রকম স্পোর্টস ইভেন্টই আয়োজন সম্ভব নয়।’ প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। কিন্তু কোথায় কি, করোনা পরিস্থিতি আরও খারারে দিকে। এরই মধ্যে পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
×